ক্ষুদ্রঋণ কার্যক্রমকে এনজিও পর্যায়ে রাখলে এটি কখনোই পূর্ণাঙ্গ ব্যাংকিং রূপ নিতে পারবে না—এমন মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৭ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ক্ষুদ্রঋণ কার্যক্রমকে আলাদা ব্যাংক হিসেবে গড়ে তুলতে হলে পৃথক আইন প্রণয়ন জরুরি। এটি একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হতে হবে যেখানে মুনাফার সুযোগ থাকবে না।”
তিনি আরও বলেন, “বর্তমানে মাইক্রোক্রেডিট প্রতিষ্ঠানগুলো শুধু সদস্যদের সঞ্চয় নিতে পারে, কিন্তু বাইরের সাধারণ মানুষের আমানত গ্রহণ করতে পারে না। এটি একটি বড় সীমাবদ্ধতা, যা কাটিয়ে উঠতে হলে আইনগত ভিত্তি জরুরি।”
ড. ইউনূস বলেন, “গ্রামীণ ব্যাংকই প্রকৃত ব্যাংক। এটি বিশ্বাসের ভিত্তিতে গড়ে উঠেছে, যেখানে জামানতের প্রয়োজন পড়ে না। অন্যদিকে অনেক প্রচলিত ব্যাংক লোক দেখানো হয়ে গেছে। গ্রামীণ ব্যাংক আজও টিকে আছে কারণ এটি মানুষের পরিচয় ও আস্থার উপর ভিত্তি করে কাজ করে।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, “গ্রামীণ ব্যাংকের মডেলই ভবিষ্যতের ব্যাংকিংয়ের রূপ হবে। সেই লক্ষ্যে প্রতিষ্ঠানটির অভিজ্ঞতা ও সরঞ্জাম ক্ষুদ্রঋণ ব্যাংকগুলোর উন্নয়নে ব্যবহার করা হবে।”