মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত মাসে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় দগ্ধদের দ্রুত চিকিৎসা সেবা দেওয়ায় ব্রিটিশ চিকিৎসক দলকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ চিকিৎসক দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন, “আপনাদের দ্রুত সাড়া ও সমন্বয় আমাদের জন্য বিশাল সহায়তা ছিল। আপনারা আসার আগেই জাতি স্বস্তি পেয়েছে, আর সময়মতো সেবা দেওয়ায় আমি কৃতজ্ঞতা জানাই।”
উল্লেখ্য, দুর্ঘটনার পরপরই ব্রিটিশ সরকার ৯ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে পাঠায়। গত ৯ আগস্ট তারা ঢাকায় পৌঁছে মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসা শুরু করে। শুধু চিকিৎসা নয়, ভবিষ্যৎ দুর্যোগে বাংলাদেশের প্রস্তুতি ও দক্ষতা বৃদ্ধির দিকেও তারা কাজ করছে।
সাক্ষাতে এক ব্রিটিশ চিকিৎসক জানান, তারা শুধু রোগীদের সেবা নয় বরং সরকারের সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করছেন।
আহতদের মানসিক স্বাস্থ্যের বিষয়েও গুরুত্বারোপ করেন ড. ইউনূস এবং ব্রিটিশ দলকে ফলো-আপ কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
দলটি ২৪ আগস্ট দেশে ফিরে যাবে। এর আগে সিঙ্গাপুর, ভারত ও চীন থেকে চিকিৎসক দল এলেও যুক্তরাজ্য চতুর্থ দেশ হিসেবে দল পাঠিয়েছে।