রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে কোমলমতি শিশুসহ বহু মানুষের মর্মান্তিক মৃত্যু ও আহতের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সারাদেশে। এই শোকাবহ পরিস্থিতিতে আগামী ২৩ জুলাই পালিতব্য ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ এর অনুষ্ঠান স্থগিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেফায়েত হোসেন। তিনি জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে নির্ধারিত ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ এর সব অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, বিমান বিধ্বস্তের এই হৃদয়বিদারক ঘটনায় সরকারের জুলাই মাসের তিন দিনের গণজাগরণ অনুষ্ঠানমালাও স্থগিত করা হয়েছে। এর অংশ হিসেবেই ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’-এর অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে কুর্মিটোলা বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই যুদ্ধবিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত এ দুর্ঘটনায় বহু শিক্ষার্থীসহ ৩১ জনের মৃত্যু এবং শতাধিক আহতের খবর পাওয়া গেছে।