অলক কুমার : মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪২তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
টাঙ্গাইলের সন্তোষে ঐতিহাসিক দরবার হলে সোমবার (১২ ডিসেম্বর) সকালে মাওলানা ভাসানী রিসার্চ সেন্টার ও মাওলানা ভাসানী স্মৃতিসৌধ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আরো পড়ুন – পূর্ণাঙ্গ কমিটি গঠন নয়, তদবির-বাণিজ্যে ব্যস্ত জেলা ছাত্রলীগের দুই প্রধান
শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মো. আজিজুল হক এবং সার্বিক সহযোগিতা করে হক গ্রুপ বাংলাদেশ।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো সিরাজুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মীর মো. মোজাম্মেল হক, রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম, মওলানা ভাসানী স্টাডিজের কোর্স শিক্ষক সৈয়দ ইরফানুল বারী, পরশ ভাসানীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।