মাভাবিপ্রবি প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘‘অফিস মেনেজমেন্ট ও বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) প্রতষ্ঠিানের একাডেমিক ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহের।
আরও পড়ুন- মধুপুরের জনগণ আবারও দেখাবে এখানে আওয়ামী লীগ কত শক্তিশালী- কৃষিমন্ত্রী
সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো ফরহাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম।
সেমিনার সঞ্চালনা করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল হক।
বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, বিভাগের চেয়ারম্যান, সকল শিক্ষক, সকল অফিস প্রধান এবং সকল অফিসের একজন করে কর্মকর্তা সেমিনারে অংশগ্রহন করেন।