পাবনার সাঁথিয়ায় বৃদ্ধা মা মালেকা খাতুনকে মারধরের ঘটনায় ছেলেসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) সাঁথিয়া থানায় মামলাটি দায়ের করেন বৃদ্ধার মেয়ে আমবিয়া খাতুন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, মাকে মারধরের ঘটনার পর ছেলে নজরুল ইসলাম (৪০) ও তার স্ত্রী সোনালী খাতুন (৩৫)সহ ৫ জনকে আটক করা হয়। এরপর মামলায় এই আটককৃত ৫ জনের পাশাপাশি আরও একজনকে অভিযুক্ত করা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, ২৩ আগস্ট পারিবারিক কলহের জেরে হাঁপানিয়া রামচন্দ্রপুর গ্রামে নজরুল ইসলাম ও সোনালী খাতুন বৃদ্ধা মালেকা খাতুনকে মারধর করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
মারধরের পর ৩০ আগস্ট (শনিবার) দুপুরে বৃদ্ধার বাড়িতে যান সোনালী খাতুনের ছোট ভাই মনিরুজ্জামান (৩০) এবং তার সহোদরী ফরিদা পারভীন (৩৫) ও মুর্শিদা খাতুন (৪০)। তারা বাড়াবাড়ি না করার জন্য বৃদ্ধাকে হুমকি দেয়। ঘটনার তথ্য জানার পর এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।