মাঘের শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গার মানুষ। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সোমবার (২০ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই জেলায়। মৃদু শৈত্যপ্রবাহের কবলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই জেলা মহাদেশীয় বায়ুপ্রবাহের প্রবেশদ্বার খ্যাত। ঠান্ডায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে ও চায়ের দোকানে শীত নিবারণের চেষ্টায় খড়কুটো জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের। শীতের কারণে হাসপাতালগুলোতে বেড়েছে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগীর সংখ্যা।
এতে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছেন। প্রতিদিন সদর হাসপাতালে শিশু ও ডায়রিয়া ওয়ার্ড মিলিয়ে শতাধিক রোগী ভর্তি হচ্ছেন। মাঘের শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস বলেন, ১০০ শয্যার এই হাসপাতালে বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ২৬৪ জন। এর মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বেশি। তবে মেডিসিন ও সার্জারি ওয়ার্ডে রোগী স্বাভাবিক রয়েছে।
সদর হাসপাতালের জুনিয়র শিশু কনসালটেন্ট ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, বর্তমানে রোটা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে। এই কারণে শিশু ও বৃদ্ধরা নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল ইসলাম বলেন, মৃদু শৈত্যপ্রবাহ আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে।