দিনমজুর গৃহবধু পলি বেগমের সুখী পরিবারে হঠাৎ আসে অন্ধকার। দুই বছর আগে বড় ছেলে হৃদয় শেখ মাদকাসক্ত হয়ে ওঠে, যার কারণে তার পরিবারে অশান্তি তৈরি হয়। হৃদয় সিলেট গিয়ে মাদক গ্রহণ শুরু করে এবং পরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নিজ বাড়িতে ফিরে আসে। সেখানে তার মাদকাসক্তি বেড়ে গিয়ে পলি বেগমসহ পুরো পরিবারকে বিপদে ফেলে।
হৃদয়ের ছোট ভাই স্বাধীন শেখ স্থানীয় কলেজে পড়াশোনা করলেও, হৃদয় কোনো কাজ না করে ঘুরে বেড়াত এবং মাদক কেনার জন্য টাকা দাবি করত। টাকা না পেলে সে পরিবারের সদস্যদের মারধর করত এবং আসবাবপত্র ভাঙচুর করত। একদিন, মাদক কেনার জন্য টাকা না পেয়ে, হৃদয় স্বাধীনকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করে এবং বাড়ি থেকে পালিয়ে যায়।
এ ঘটনার পর পলি বেগম তার মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হন। গত বুধবার (১৯ মার্চ) রাতে হৃদয় বাড়ি ফিরে এলে তিনি কোটালীপাড়া থানায় খবর দেন। পুলিশ মাদকাসক্ত ছেলেকে আটক করে জেলহাজতে প্রেরণ করে। পলি বেগম বলেন, “আমরা অনেক চেষ্টা করেও তাকে মাদকের হাত থেকে ফেরাতে পারিনি, তাই বাধ্য হয়ে তাকে আইনের হাতে তুলে দিয়েছি। আমি চাই সে সংশোধিত হয়ে ফিরে আসুক।”
কোটালীপাড়া থানার এসআই মামুন জানান, মায়ের অভিযোগের ভিত্তিতে হৃদয়কে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।