মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস আমিনুর রহমান বিশ্বাস ওরফে সেলিমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাদের গ্রেফতার করা হয়।
বুধবার (১৩ আগস্ট) দিনভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ।
গ্রেফতারকৃতরা হলেন— সাবেক সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রীর এপিএস আমিনুর রহমান বিশ্বাস সেলিম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী চৌধুরী টুলু, নুরুল ইসলাম নুরু, মোশারফ হোসেন, মোহাম্মদ রাজু, ইমরান মাহমুদ ইরান, নিজাম বেপারী ও আজিম মিয়া। তারা সবাই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সক্রিয় নেতাকর্মী।
ওসি আমান উল্লাহ জানান, ১৫ আগস্ট উপলক্ষে সরকারবিরোধী কার্যক্রমের পরিকল্পনা করছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আসামিদের আদালতে পাঠানো হবে।