মাভাবিপ্রবি প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের উদ্যোগে উচ্চ শিক্ষার সুযোগ সুবিধাকে কেন্দ্র করে ‘ওয়েব ইনফরমেশন অন হায়ার এডুকেশন অ্যান্ড বিওন্ড’ শীর্ষক একটি ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১ম একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাস কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জার্মানীতে উচ্চ শিক্ষার সুযোগ সম্পর্কে বিশদ আলোচনা করেন জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস (ডিএএডি) এর ঢাকা প্রতিনিধি রুমানা কবির, দিল্লীস্থ আঞ্চলিক কার্যালয়ের প্রোগ্রাম অফিসার পুজা মিধা ও অনুরুপা দিক্ষিত। সেমিনারে জার্মান সরকারের অর্থায়নে জার্মানী এবং ভারতে পড়াশোনার সুযোগের কথা আলোচনা করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে দীর্ঘ সময় প্রশ্ন ও উত্তর পর্ব চলে।
সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন। এসময় অনলাইনে বিভিন্ন অনুষদের ডিন, সকল বিভাগীয় চেয়ারম্যান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা এর পরিচালক প্রফেসর ড. এ.এস.এম সাইফুল্লাহ এবং সার্বিক সহায়তা করেন ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত ব্যানার্জি ও আওরঙ্গজেব আকন্দ।