মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ইনস্টিটিউশাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC) এর উদ্যোগে ‘University Ranking: Application Procedures, Data Management and Improvement Strategies’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজিই বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল আজীম আখন্দ।
প্রশিক্ষণ পরিচালনা করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. ফারুক এম. শেখ, এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন IQAC পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মতিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত-পরিচালক প্রফেসর ড. খায়রুল ইসলাম, এবং প্রশিক্ষণের সমন্বয় করেন অতিরিক্ত-পরিচালক প্রফেসর ড. শাহ্ আদিল ইশতিয়াক আহমদ।
প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন এবং বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং প্রক্রিয়া, ডেটা ব্যবস্থাপনা ও উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা করেন।
IQAC-এর এই উদ্যোগ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে সহায়ক হবে বলে জানা গেছে।











