মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অধ্যয়নরত ময়মনসিংহ জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন, স্টুডেন্টস এসোসিয়েশন অব ময়মনসিংহ-এর নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সংগঠনের উপদেষ্টামণ্ডলী এবং সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি অনুমোদন করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গণিত বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাকিব আলম, এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. সাদেকুল আজম ভুইয়া সাগর।
অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: সহ-সভাপতি মোহাম্মদ রাসেল ও নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে খাইরুন নাহার মিম, মিজানুর রহমান ইমন, মো. কারিম হোসেন ও মুবিন হাসান, সাংগঠনিক সম্পাদক ফারজানা ফেরদৌস স্বর্ণা, অর্থ সম্পাদক নাঈমুর রহমান, প্রচার সম্পাদক ইমতিয়াজ আহমেদ শিমন, এবং দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাগর।
কমিটির দায়িত্ব পাওয়ার পর সভাপতি সাকিব আলম বলেন, “বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকেই এসোসিয়েশনের প্রতি ভালোলাগা কাজ করতো। সামনে এসোসিয়েশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। সবার দোয়া চাই।”
সাধারণ সম্পাদক মো. সাদেকুল আজম ভুইয়া সাগর বলেন, “বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েশন হলো আমার দ্বিতীয় পরিবার। সবাইকে একসাথে নিয়ে ভালো কাজ করার স্বপ্ন দেখি। পড়াশোনা থেকে শুরু করে সার্বিকভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা থাকবে।”
উল্লেখ্য, সংগঠনটির উপদেষ্টা হিসেবে রয়েছেন ময়মনসিংহ জেলা থেকে আগত শিক্ষক, সিনিয়র ও সাবেক শিক্ষার্থীরা। সংগঠনের মূল লক্ষ্য হলো নতুন ভর্তি শিক্ষার্থীদের সহযোগিতা করা এবং ক্যাম্পাসে ভ্রাতৃত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করা।