টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আগামী সোমবার (১১ আগস্ট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হতে যাচ্ছে। নতুন শিক্ষার্থীদের আগমনকে ঘিরে র্যাগিং প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ জানান, জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ক্লাস একযোগে শুরু হবে ১১ আগস্ট। তিনি আশা প্রকাশ করেন, নতুন শিক্ষার্থীরা যেন বুলিং ও র্যাগিংয়ের শিকার না হয়।
র্যাগিং, বুলিং ও মাদকদ্রব্য প্রতিরোধে করণীয় বিষয়ে বিশ্ববিদ্যালয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মতামতের ভিত্তিতে একটি বিশেষ কমিটি গঠন করা হয় এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য। উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, “জ্ঞান অর্জন ও উদ্ভাবনী গবেষণায় মনোযোগ দাও, র্যাগিং বা বুলিং নয়।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন বলেন, র্যাগিং শাস্তিযোগ্য অপরাধ এবং মাভাবিপ্রবিতে কোনোভাবেই তা সহ্য করা হবে না। প্রক্টরিয়াল টিম, বিভাগীয় একাডেমিক কমিটি ও ছাত্র কল্যাণ অফিসের সমন্বয়ে র্যাগিং প্রতিরোধ করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের হল ও সংলগ্ন মেসগুলোতে বিশেষ নজরদারি অব্যাহত থাকবে। কেউ এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলেও তিনি সতর্ক করেন।