বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি গত বছর আগস্টের পর থেকে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। মঙ্গলবার (১২ আগস্ট) প্রকাশিত মার্কিন মানবাধিকার প্রতিবেদন-২০২৪ এ এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের উল্লেখ করে বলা হয়েছে, এই আন্দোলনের ধারাবাহিকতায় শেখ হাসিনা দেশত্যাগ করেন এবং ড. মুহম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন।
এতে আরও উল্লেখ করা হয়, পূর্ববর্তী সরকারের সময়ে হত্যা, গুম, নির্যাতন, বিচারবহির্ভূত আটক, বাকস্বাধীনতায় বাধা, গণমাধ্যমের ওপর কড়াকড়ি, সেন্সরশিপ, সাংবাদিক আটক এবং শ্রম আইন লঙ্ঘনের মতো নানা মানবাধিকার লঙ্ঘন ঘটেছে।
মার্কিন প্রতিবেদনে বলা হয়, এসব ঘটনার জন্য জড়িতদের শাস্তি দেওয়া হয়নি বিগত হাসিনা প্রশাসনে। তবে রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের আটক করেছে।