কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা থেকে আসা ৫ লাখ ৩০ হাজারের বেশি অভিবাসীর অস্থায়ী বৈধ মর্যাদা বাতিল করেছে মার্কিন প্রশাসন। এটি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসননীতিতে কড়াকড়ি আরোপের সর্বশেষ পদক্ষেপ।
শুক্রবার (২১ মার্চ) মার্কিন ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে, বাইডেন প্রশাসনের অনুমোদিত দুই বছরের ‘প্যারোল’ (সাময়িক প্রবেশাধিকার) প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে, যার মাধ্যমে এসব অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পেয়েছিলেন।
মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্যারোল মর্যাদা বাতিলের ফলে এসব অভিবাসীকে দ্রুত নির্বাসনের আওতায় আনা সহজ হবে।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালে ভেনেজুয়েলাবাসীদের জন্য প্যারোল সুবিধা চালু করা হয়, যা পরে হাইতি, নিকারাগুয়া ও কিউবায় সম্প্রসারিত হয়। এদিকে, ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আশ্রয় নেয়া ২ লাখ ৪০ হাজার ইউক্রেনীয়র প্যারোল মর্যাদা বাতিল করা হবে কি না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবেন।