সদ্যবিদায়ী মার্চ মাসে পণ্য রপ্তানি থেকে বাংলাদেশের আয় দাঁড়িয়েছে ৪২৪ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার, যা গত বছরের তুলনায় ১১ দশমিক ৪৪ শতাংশ বেশি। ২০২৪ সালের মার্চে রপ্তানি আয় ছিল ৩৮১ কোটি ডলার।
আজ সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তৈরি পোশাক খাত রপ্তানি প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি। এক মাসে পোশাক রপ্তানি করে আয় হয়েছে ৩৪৪ কোটি ৯৯ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৪০ শতাংশ বেশি।
পোশাক ছাড়াও রপ্তানি বেড়েছে হোম টেক্সটাইল ও চামড়াজাত পণ্যে। হোম টেক্সটাইল রপ্তানি ৩ দশমিক ৩০ শতাংশ বেড়ে ৯ কোটি ৯৬ লাখ ডলারে পৌঁছেছে, আর চামড়াজাত পণ্যে রপ্তানি বেড়েছে ২২ দশমিক ৬৪ শতাংশ, যার পরিমাণ ৯ কোটি ৪৫ লাখ ডলার।
তবে কৃষি পণ্যের রপ্তানিতে ধস নেমেছে। এক মাসে এ খাত থেকে আয় হয়েছে মাত্র ৬ কোটি ৪৫ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ২৫ দশমিক ৭২ শতাংশ কম।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩ হাজার ৭১৯ কোটি ১৩ লাখ ডলার, যেখানে ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রপ্তানি হয়েছে। এ সময়ের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১০ দশমিক ৬৩ শতাংশ।