ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি এক সপ্তাহ পেছানোর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। মঙ্গলবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অনুরোধ জানান।
ফয়েজ আহমদ জানান, সরকার এই কর্মসূচির মহৎ উদ্দেশ্যকে সম্মান করে। তবে একই সময় রাজধানীতে চলছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫, যেখানে ৫০টিরও বেশি দেশের ৬০০ জনের বেশি বিনিয়োগকারী অংশ নিচ্ছেন। ৯ ও ১০ এপ্রিল সামিটের মূল কার্যক্রম চলবে এবং ১১-১৩ এপ্রিল বিনিয়োগকারীরা বিভিন্ন ইপিজেড, স্পেশাল ইকোনমিক জোন, হাইটেক পার্ক ও স্টার্টআপ ঘুরে দেখবেন।
ফয়েজ লিখেছেন, “ইসরায়েলি বাহিনীর জাতিগত নিধনের প্রতিবাদে ১২ এপ্রিল ‘মার্চ ফর গাজা’ আয়োজন করা হয়েছে। যেহেতু এটি একটি জনসমাগমমুখী কর্মসূচি, তাই লাখ লাখ মানুষের অংশগ্রহণ প্রত্যাশিত। এতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের চলাচল ও কার্যক্রমে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা জানি, ফিলিস্তিন আমাদের হৃদয়ের স্পর্শকাতর একটি বিষয়। তবুও আয়োজকদের কাছে বিনীত অনুরোধ, কর্মসূচিটি এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার চিন্তা করা যায় কি না। ফিলিস্তিন ইস্যু এক সপ্তাহে হারিয়ে যাবে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে আমাদের অবস্থান আরও সুসংহত হতে পারে।”
ফয়েজ আহমদ তৈয়্যব জানান, প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই ইসরায়েলের বর্বরতার নিন্দা জানিয়েছেন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গুরুত্বও তুলে ধরেছেন। তবে একইসঙ্গে দেশের অর্থনৈতিক উন্নয়ন, স্টার্টআপ ইকোসিস্টেম ও বিনিয়োগ পরিবেশ বজায় রাখাও অত্যন্ত জরুরি।
প্রসঙ্গত, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ-এর ব্যানারে ১২ এপ্রিল (শনিবার) ঢাকার শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত ‘মার্চ ফর গাজা’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আয়োজকরা একে ঢাকার ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে “সবচেয়ে বড় মার্চ” হিসেবে দাবি করছেন এবং দলমত নির্বিশেষে সবাইকে এতে অংশ নিতে আহ্বান জানাচ্ছেন।