নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী ইপিজেডের দুটি পোশাক কারখানায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে শ্রমিকদের অংশগ্রহণ না করায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে শিল্প পুলিশ। শনিবার (১২ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা জানান, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে কয়েকশ লোক আদমজী ইপিজেডের সামনে মিছিল করছিল। একপর্যায়ে তারা ইপিজেডের ভেতরে প্রবেশ করে এবং ইউনেস্কো বিডি লিমিটেড ও অনন্ত হুয়াশিং লিমিটেড নামের দুটি রপ্তানিমুখী কারখানার শ্রমিকদের মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানায়। শ্রমিকরা কাজে ব্যস্ত থাকায় মিছিলে যোগ না দিলে উত্তেজিত মিছিলকারীরা ভাঙচুর ও লুটপাট শুরু করে।
পুলিশ জানায়, ওই সময় আশপাশের বেশ কিছু গাড়িও ভাঙচুর করা হয়। পরে শিল্প পুলিশ, র্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভাঙচুরে জড়িত সন্দেহে ৪৫ জনকে আটক করে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “ঘটনার খবর পাওয়ার পর র্যাব ও সেনাবাহিনী দ্রুত ব্যবস্থা নেয়। পরে সেনাবাহিনী আটককৃতদের থানায় হস্তান্তর করেছে।” তিনি আরও বলেন, “ফিলিস্তিন ইস্যু একটি মানবিক ও নিরপেক্ষ বিষয় হলেও কেউ এই ইস্যুকে কেন্দ্র করে অন্য কোনো ষড়যন্ত্রে লিপ্ত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ এ ঘটনার পেছনে উসকানিমূলক কর্মকাণ্ডেরও সম্ভাবনা দেখছে এবং তদন্ত শুরু করেছে।