বাংলাদেশি সাংবাদিক ও কনটেন্ট নির্মাতা ইমরুল কাওসার ইমন ২০২৪ সালের সেরা কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড অর্জন করেছেন। মালদ্বীপের রাজধানী মালের প্রেসিডেন্ট ভবনে শনিবার (১৭ মে) আয়োজিত এক অনুষ্ঠানে মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রী হারিস মোহাম্মদ তাকে এই সম্মাননা তুলে দেন।
সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপের আয়োজনকৃত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আহমেদ সাঈদ মুস্তফা, খেলাধুলা ও ফিটনেস বিষয়ক প্রতিমন্ত্রী হোসাইন নিহাদ, ধর্ম প্রতিমন্ত্রী এবং কিং সালমান মসজিদের ইমাম আব্দুল জলিল ইসমাইল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক মো. গোলাম ফারুক মজনু।
ইমন বলেন, “কনটেন্ট তৈরি একটি চ্যালেঞ্জিং পেশা; এটি সৃজনশীলতা ও নিষ্ঠার ফলাফল। দর্শকদের চাহিদা অনুযায়ী নিজেকে প্রতিনিয়ত নতুন করে গড়ে তুলতে হয়। পরিশ্রম করলে সফলতা আসবেই।”
২০২৩ সালে নেপালে সেরা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হন ইমন। তার প্রামাণ্যচিত্রগুলোতে রয়েছে বিশ্বের সবচেয়ে ভয়ংকর বিমানবন্দর লুকলা, আফ্রিকার কেপ পয়েন্ট, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্মস্থানসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়। তার ভিডিওগুলো ইতোমধ্যেই কোটি দর্শকের মন জয় করেছে।
এছাড়া, তিনি Pixel.com প্ল্যাটফর্মে শীর্ষস্থানে থাকা প্রথম বাংলাদেশি কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিত।
সাংবাদিকতার পাশাপাশি ইমন রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ) ও মোবাইল ফোন, ইলেকট্রনিক্স ও অটোমোবাইল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।