মালয়েশিয়ায় যেতে না পারা ১৭ হাজার ৭৭৭ জন কর্মীর টাকা ফেরত এবং দোষীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা ২৭ আগস্টের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (২৭ এপ্রিল) বিচারপতি ফাহমিদা কাদের ও মুবিনা হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এদিন সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মালয়েশিয়া ইস্যুতে একটি প্রতিবেদন আদালতে দাখিল করে। সেখানে ব্যর্থতার জন্য রিক্রুটিং এজেন্সিগুলোকে দায়ী করা হয়।
এর আগে, প্রায় ২০ হাজার শ্রমিকের মালয়েশিয়া যেতে না পারার ঘটনায় রিট করেন আইনজীবী তানভীর আহমেদ। রিটে উল্লেখ করা হয়, যারা টাকা ও ভিসা থাকা সত্ত্বেও যেতে পারেননি, তাদের ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব রিক্রুটিং এজেন্সিগুলোর।
তবে জমা দেওয়া প্রতিবেদনে এখনও ক্ষতিপূরণ সংক্রান্ত নির্দিষ্ট কোনো তথ্য না থাকায় আদালত ২৭ আগস্টের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত বছর মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির তথ্য প্রকাশ করে গণমাধ্যম, যেখানে অভিযোগ ওঠে—একটি চক্র ২০ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে তৎকালীন সরকারের ছত্রছায়ায়।