মালয়েশিয়ার পেনাং প্রদেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ পাসপোর্ট সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার (১৫ জুলাই) দূতাবাসের জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থাপনায় ই-পাসপোর্ট আবেদন গ্রহণ ও হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি সার্ভিস দেওয়া হবে। এ সেবা গ্রহণের জন্য অনলাইনে এপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক।
পেনাংয়ের দেওয়ান দাতু হাজী আহমদ বাদাওয়ি কমিউনিটি হলে আগামী ১৯ ও ২০ জুলাই সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই সেবা প্রদান করা হবে। প্রবাসীরা নির্দিষ্ট দিনে পাসপোর্ট সংগ্রহের জন্য http://appointment.bdhckl.gov.bd/other লিঙ্কে গিয়ে এপয়েন্টমেন্ট নিতে পারবেন।
দূতাবাস জানিয়েছে, নির্ধারিত তারিখের আগে এপয়েন্টমেন্ট না নিলে পাসপোর্ট বিতরণ সম্ভব হবে না। তবে পাসপোর্ট ডেলিভারির জন্য আগের মতো POS Malaysia (Post Office)-এর সার্ভিসও চালু থাকবে।
একই সঙ্গে দুই প্রকার সার্ভিসের জন্য একসঙ্গে এপয়েন্টমেন্ট না নেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।