জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেই তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে অপদস্থ করার এবং মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার ‘মৌন সম্মতি’ তৈরি করা হয়েছে। তিনি এই মন্তব্য করেন লন্ডনে মাহফুজ আলমের ওপর করা হামলার চেষ্টা ও সংশ্লিষ্ঠ ঘটনাগুলোর প্রতিক্রিয়ায়।
গত শুক্রবার লন্ডনের ইউনিভার্সিটি অব লন্ডনের সোয়াস (SOAS) ক্যাম্পাসে এক সেমিনার শেষে মাহফুজ আলমের গাড়ি বেরোয়ার সময় স্থানীয় কিছু নেতা-কর্মী গাড়ির ওপর ডিম নিক্ষেপ করেন এবং তার ওপর হামলার চেষ্টা করা হয়—ঘটনাটি আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদমাধ্যমে সম্প্রতিcoverage পেয়েছে। সরকারের পক্ষ থেকে এই ঘটনার নিন্দা জানানো হয়েছে এবং হাইকমিশন স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানানো হয়েছে।
নাহিদ ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে উল্লেখ করেন, আগে আমেরিকাতেও মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা হয়েছে এবং সেই ধারাবাহিকতায় বারবার তাঁকে লক্ষ্য করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, সরকার মিটমাট করে বা চুপ করে থাকায় হামলাকারীরা আরও আশ্রয় পাচ্ছে এবং পরবর্তী ধাপে অনেকে টার্গেট হবে বলে সতর্ক করেন।
নাহিদ বলেন, “মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকার কোনো জোরালো পদক্ষেপ নেয়নি, কোনো শক্ত বার্তা দেননি; ফলে সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরও অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি হয়েছে। আমরা এগুলো মনে রাখছি এবং রাজনৈতিকভাবে প্রয়োজনীয় জবাব দেব।”