মিয়ানমারের রাখাইন রাজ্যে অবৈধভাবে সিমেন্ট পাচারের সময় একটি মাছ ধরার নৌকাসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দ করা হয়েছে ৩৪০ বস্তা সিমেন্ট।
শনিবার (২৪ মে) ভোররাতে কক্সবাজার উপকূলসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
তিনি জানান, রাত ২টার দিকে একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি পালানোর চেষ্টা করে। পরে এক ঘণ্টার চেষ্টায় বোটটি আটক করা হয়। তল্লাশির সময় বোটের ভেতর ৩৪০ বস্তা অবৈধ সিমেন্ট পাওয়া যায়, যেগুলো শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচার করা হচ্ছিল।
আটক পাঁচ পাচারকারী হলেন—মমতাজ আহমদ (৫০), মো. আরাফাত (৩০), মো. ইব্রাহিম (২৬), মো. শুক্কুর (৫০) ও মো. জোহার (৩৬)। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কোস্ট গার্ড।