মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ৩ হাজারের বেশি মানুষের মৃত্যুর রেশ না কাটতেই ফের কেঁপে উঠল এশিয়ার আরেক দেশ নেপাল। শুক্রবার সন্ধ্যায় ৫.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। কম্পন অনুভূত হয় ভারতের দিল্লিসহ একাধিক রাজ্যেও।
নেপালের জাতীয় ভূকম্পন কেন্দ্র জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল জাজারকোটের পাইক এলাকায়, ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে।
একদিন আগেই ভারতের মহারাষ্ট্রে ২.৬ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। তবে নেপালের শুক্রবারের ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে মিয়ানমারে চলমান উদ্ধার কার্যক্রমের মাঝেই এখনো নিখোঁজ রয়েছেন প্রায় সাড়ে তিনশ মানুষ। দেশটি এখনও কাটিয়ে উঠতে পারেনি ভূমিকম্পের বিপর্যয়।