মিয়ানমার সীমান্তের ঘুমধুম-৩৪ ও ৩৫ নম্বর সীমান্ত পিলার এলাকায় আরাকান আর্মির গুলিতে দুই চোরাকারবারী আহত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শূন্যরেখা সংলগ্ন কক্সবাজারের ঘুমধুম-কক্সবাজার সীমান্তবর্তী ভাজাবুনিয়া গ্রামের চিতারখূম এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর তুমব্রু বিওপি সংলগ্ন সীমান্ত পিলার-৩৪ ও ৩৫-এর মধ্যবর্তী শূন্যরেখার কাছাকাছি মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির দখলকৃত কবরস্থান পোস্ট থেকে সাত-আট রাউন্ড গুলি ছোড়া হয়।
গুলিতে আহতরা হলেন ঘুমধুম ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর (২০) এবং ভাজাবুনিয়া গ্রামের রোহিঙ্গা মো. হোসাইন (২৭)। স্থানীয়রা জাহাঙ্গীরকে উদ্ধার করে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, “আহত দুই যুবক চিকিৎসাধীন রয়েছেন। জাহাঙ্গীরের বাম পায়ে দুটি গুলি লেগেছে।”
স্থানীয়দের দাবি, সীমান্ত এলাকায় চোরাকারবারিদের আনাগোনা রয়েছে। অন্যদিকে, মিয়ানমার সীমান্তজুড়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করে আসছে জান্তা বাহিনীর সঙ্গে লড়াইরত বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে আরাকান আর্মি ঘুমধুম সীমান্তসংলগ্ন মিয়ানমারের দুটি বর্ডার পোস্ট দখল করে। এছাড়া সীমান্তের মিয়ানমার অংশে বিভিন্ন রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার তথ্য পাওয়া গেছে।