চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ওয়ার্কশপ, আইচ ফ্যাক্টরি এবং একটি বসতঘর পুড়ে গেছে। আগুনে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আজ বুধবার (৯ এপ্রিল) রাত আড়াইটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মোহাম্মদ হায়াতুন্নবী জানান, খবর পেয়ে মিরসরাই ও সীতাকুণ্ড স্টেশনের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, আগুনে জাহাঙ্গীরের মালিকানাধীন একটি ওয়ার্কশপ, একটি আইচ ফ্যাক্টরি ও তার বসতঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২ লক্ষাধিক টাকা।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে।