মির্জাপুর প্রতিনিধি : উপ-সচিব পদে সকল কোটার অবসান, জনবান্ধব সিভিল সার্ভিসসহ ৫ দফা কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের মির্জাপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ, বিসিএস (কৃষি) এসোসিয়েশনের ব্যানারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মির্জাপুর এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন- উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ছারহা মাহিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদেব কর্মকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজীব মন্ডল ও মো. জাহিদুল ইসলাম।
এ সময় নানা বৈষম্যের তথ্য তুলে ধরে বক্তব্য দেন কর্মকর্তারা।