মির্জাপুর প্রতিবেদক : টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র জামিলুর রহমান মিরন বলেন, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
সম্মেলনে আগত কেন্দ্রীয় নেতাদের এগিয়ে দিতে গিয়ে প্রথমে ধাক্কাধাক্কি ও পরে সেটা মারামারিতে রূপ নেয়।
এটা পূর্বপরিকল্পিত বা আধিপত্য বিস্তারের কোন ঘটনা নয়।
এই সময় স্থানীয় টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সাংসদ খান আহমেদ শুভ ধাক্কাধাক্কির মধ্যে পরে যান।
পর আমি সেখানে গিয়ে উভয় পক্ষের মারামারি থেকে সাংসদ শুভকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাই।
এসময় তিনি আরো বলেন, এই ঘটনাকে কেউ কেউ আধিপত্য বিস্তার, দুই গ্রুপের সংঘর্ষ, সাংসদকে লাঞ্ছিত করার ঘটনা বলে আখ্যায়িত করছেন; বিষয়টা আসলে তা নয়, এটা নিতান্তই অনাকাঙ্খিত ঘটনা।
জানা যায়, মির্জাপুর সরকারি কলেজ মাঠে বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা ও সদস্য রিয়াজুল কবীর কাওছার।
সম্মেলনের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।
দুপুরে দ্বিতীয় অধিবেশনে কমিটি ঘোষণা করার জন্য নেতাকর্মীদের উপজেলা চত্ত্বরে অবস্থান করতে বলা হয় এবং সেখানেই কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়।
পরে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সভাপতি পদে মীর শরীফ মাহমুদ ও সাধারণ সম্পাদক পদে তাহরীম হোসেন সীমান্তের নাম ঘোষণা করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাম ঘোষণার পর কেন্দ্রীয় নেতারা সম্মেলন স্থল ত্যাগ করার সময় স্থানীয় নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাকর্মীদের এগিয়ে দিতে গেলে সেখানে ধাক্কাধাক্কি হয়।
পরে সেই ধাক্কাধাক্কির মধ্যে পরে যান স্থানীয় সাংসদ খান আহমেদ শুভ; এসময় খান আহমেদ শুভ’র সমর্থকরা তার প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তানভীরুল ইসলাম হিমেলসহ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী আহত হন।
ওসির বক্তব্য –
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ বলেন, ‘সংঘর্ষ হয়নি, ধাক্কাধাক্কি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।
তিনি আরো জানান, এই ঘটনায় রাত ১০টা পর্যন্ত কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা – অলক কুমার