টাঙ্গাইলের মির্জাপুরে তিন সন্তানের জননী গোলাপী বেগম হত্যার দায়ীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৬ নভেম্বর সকালে মির্জাপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে নিহতের বাবা-মা, স্বজন ও এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ ব্যানার-ফেস্টুন হাতে স্লোগান দেন। নিহত গোলাপী বেগমের মা সমলা বেগম, বাবা বিশু মিয়া এবং তার তিন মেয়ে কহনা, কাফিয়া ও পাঁচ মাসের শিশু কাশমিয়াও মানববন্ধনে উপস্থিত ছিল।
মানববন্ধনে সমলা বেগম অভিযোগ করে বলেন, তার নিরীহ মেয়েকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, প্রকৃত খুনিদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। নিহত গোলাপী মির্জাপুর পৌর এলাকার বাওয়ার রোডের বিশু মিয়ার মেয়ে এবং পোষ্টকামুরী দক্ষিণ পাড়ার আব্দুল কাদের মিয়ার স্ত্রী।
গত ২৩ অক্টোবর সন্ধ্যায় বাওয়ার রোডে নিজ বাসার নিচ থেকে নিখোঁজ হন গোলাপী। নিখোঁজের তিন দিন পর ২৬ অক্টোবর মির্জাপুর থানার পাশে বারোখালী খাল থেকে জিআই তার দিয়ে পা বাঁধা অবস্থায় তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর গোলাপীর বাবা বিশু মিয়া অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। পরে ৫ নভেম্বর গোলাপীর স্বামী আব্দুল কাদেরকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আদালত তাকে তিন দিনের রিমান্ডে দেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, গোলাপী হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। দ্রুতই খুনের কারণ ও সংশ্লিষ্টদের গ্রেপ্তার সম্ভব হবে।











