মির্জাপুর প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় চার জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরো ৯ জন আহত হয়েছেন ।
শনিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুল্যা মনসুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকাগামী দাঁড়ানো একটি বালুভর্তি ট্রাকের পেছনে বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।
আরো পড়ুন – গরমের রোগবালাই ও সুস্থ থাকার উপায়
তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর মহাসড়কে ঢাকার দিকে যান চলাচল বন্ধ থাকে। যানজটে আটকা পড়ে কর্মস্থলগামী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
প্রায় ২ ঘণ্টা পর মির্জাপুর থানা পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নিলে ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
আরো পড়ুন – শিহাব হত্যা মামলা : আর কোন আসামি গ্রেপ্তার নাই
গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা টুটুল বিষটি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা গেছেন। তাদের পরিচয় পাওয়া যায়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সম্পাদনা – অলক কুমার