মির্জাপুর
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পূবালী ব্যাংক পিএলসি’র ৫১৬তম শাখা হিসেবে গোড়াই শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে গোড়াই শিল্পাঞ্চলের মিসরন সিটি টাওয়ারের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার কার্যক্রমের সূচনা করেন টাঙ্গাইল অঞ্চলের প্রধান উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ বেল্লাল হোসেন।
গোড়াই শাখার ব্যবস্থাপক মাহমুদুল আমীন রাসেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক এহসানুল হক, জেলা সড়ক শাখার সহকারী ব্যবস্থাপক কে এম আশরাফ উদ্দিন ফেরদৌস।
এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রমিক নেতা মীর দৌলত হোসেন বিদ্যুৎ, যুবদল নেতা আলী আজম খান উত্থান এবং ভবন মালিক আবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা গোড়াই শিল্পাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে নতুন এই ব্যাংক শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।











