টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া ও চামুটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ভাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য চামুটিয়া গ্রামের ফরহাদ হোসেন (৫৩) এবং ভাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শশধর পট্রি গ্রামের লতিফুর রহমান (৪৩)।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেল গুরুতর আহত হন এবং তার দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান জানান, ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে ফরহাদ হোসেন ও লতিফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তারকৃতদের রোববার (১৪ ডিসেম্বর) টাঙ্গাইল আদালতে হাজির করা হবে।











