টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপি নেতার পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপি কর্মী আব্দুর রউফসহ উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের পুষ্টকামুরী সওদাগরপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৩১ আগস্ট) পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞার পোস্টার সাঁটান বিএনপি কর্মী আব্দুর রউফ। কিন্তু রাতে ওই এলাকার সরল মিয়া ও তার স্বজনরা মিলে পোস্টারগুলো ছিঁড়ে ফেলেন।
সোমবার সকালে বিষয়টি নিয়ে আব্দুর রউফ সরল মিয়ার কাছে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে আব্দুর রউফকে মারধর করেন। এরপর সকাল সাড়ে ৭টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আব্দুর রউফ, তার দুই ছেলে অপু ও অনিক, ভাতিজা রহিজ, ভাই মুনছুর আলীসহ মোট ৭ জন আহত হন। আহতদের উদ্ধার করে জামুর্কী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।