টাঙ্গাইলের মির্জাপুরে প্রবাস ফেরত ফিরোজ মিয়ার হত্যাকাণ্ডের পেছনে ত্রিমুখী পরকীয়ার আলামত পেয়েছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা তাদের সাত দিনের রিমাণ্ড আবেদন করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন তরফপুর ইউনিয়নের জামিল হোসেন ওরফে সোনা মিয়া (৫৩) ও পাথালিয়া পাড়ার প্রবাসী শাহ আলমের স্ত্রী ফিরোজা আক্তার (৪৫)। পুলিশ জানায়, ফিরোজা আক্তারের সঙ্গে নিহত ফিরোজ মিয়া ও জামিল হোসেন দু’জনেরই পরকীয়া সম্পর্ক ছিল। ঘটনার রাতে সম্পর্কের সময় অন্য প্রেমিক জামিল বিষয়টি দেখে ফেলে এবং ধস্তাধস্তির একপর্যায়ে ফিরোজকে টেটা দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয়রা অর্ধ উলঙ্গ অবস্থায় ফিরোজ মিয়ার মরদেহ উদ্ধার করে।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা জুয়েল জানান, হত্যার রহস্য উদঘাটন হলেও ঘটনার বিস্তারিত জানার জন্য দুজনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।