টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর) গভীর রাতে তার বাসার কলাপসেবল গেট ভেঙে চোরের দল দুটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামের মধ্যপাড়ায় অবস্থিত অ্যাডভোকেট আব্দুর রউফের চারতলা ভবনের নিচতলায় তার ছেলে ইসতিয়ার মাহাদী রুহেল এবং ভাড়াটিয়া রাসেল মিয়া প্রতিদিনের মতো সোমবার রাতে তাদের মোটরসাইকেল দুটি রাখেন।
রাত দুইটার দিকে চোরের দল ভবনের কলাপসেবল গেটের তালা ভেঙে আরওয়ান ফাইভ ও এপাচি আরটিআর মডেলের মোটরসাইকেল দুটি নিয়ে যায়। জানা গেছে, একটি মোটরসাইকেলের চাকায় হাওয়া না থাকায় চোরেরা বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীনের বাড়ির সামনে গিয়ে মেরামত করে পরে পালিয়ে যায়। পাশের ভবনের সিসিটিভি ফুটেজে এ ঘটনার প্রমাণ পাওয়া গেছে।
এ বিষয়ে অ্যাডভোকেট আব্দুর রউফের ছেলে ইসতিয়ার মাহাদী রুহেল জানান, “প্রতিদিনের মতো আমরা গ্যারেজে মোটরসাইকেল রেখে গিয়েছিলাম। রাতে গেটের তালা ভেঙে চোরেরা দুটি বাইক নিয়ে গেছে।”
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। মোটরসাইকেল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”











