টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বাড়াতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে তিনি উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া, মারিশান, ভাওড়া, হাড়িয়া এবং উয়ার্শী ইউনিয়নের বরটিয়া বাজারে এ কর্মসূচি পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের সাবেক ভিপি আফরোজা আক্তার নিপু, ভাওড়া ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান, লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব শিকদার, বিএনপি নেতা হাজী সোহরাব ও খন্দকার মোবারক হোসেন প্রমুখ।
লিফলেট বিতরণ শেষে কামারপাড়া বাজারে সংক্ষিপ্ত বক্তব্যে সাইদুর রহমান সাইদ বলেন,
“অনেক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এবার ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনে কাজ করতে হবে। গত ১৫ বছর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এখন সময় এসেছে ভোটের মাধ্যমে পরিবর্তনের।”
তিনি আরও বলেন, “বিএনপির গণজোয়ারে জনগণ জেগে উঠেছে। তাই নানা ষড়যন্ত্র করা হচ্ছে। সকলকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”











