মির্জাপুর প্রতিনিধি : মির্জাপুরে অজ্ঞান পার্টির দৌরাত্ম রেড়েছে।
নেশাদ্রব্য খাইয়ে সাধারণ মানুষের টাকা-পয়সা ও দামি মালামাল হাতিয়ে নেয়ার ঘটনাও ঘটছে।
মির্জাপুরের বিভিন্ন হাট-বাজারের গবাদি পশুর ক্রেতা-বিক্রেতারাই টার্গেট এই অজ্ঞান পার্টির সদস্যদের।
সম্প্রতি মির্জাপুরে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। তারা সর্বস্ব লুট করে নিয়েছে ব্যবসায়ী ও কৃষকদের।
আরো পড়ুন – সাবেক কৃষিমন্ত্রীর আপন ভাইয়ের বিরুদ্ধে কৃষি জমি দখল ও মাটি ভরাটের অভিযোগ
আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাইতলা গরুর হাটে এরকম একটি ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় দুই কৃষকের সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনায় আক্রান্ত কৃষকরা হলো আতোয়ার (৫০) ও হেলাল (৫৫)। তারা দুইজনই উপজেলার বানিয়ারা গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও ভূক্তভোগীদের পরিবারের সদস্যরা জানান, তাঁরা দুইজন একসাথে গরু কেনার জন্য কাইতলা হাটে গিয়েছিলেন।
সেখানে তাদের নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে তাদের কাছ থেকে টাকা-পয়সা লুট করে নেয়া হয়।
পরে তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে সন্ধ্যায় কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।
আরো পড়ুন – সাধারণ ভোটারদের ৫ শতাংশও ভোট দিতে যায়নি
আতোয়ারের ভাগনে মজিবর রহমান বলেন, দুপুরের দিকে আমার মামা ও হেলাল কাইতল্যা হাটে গরু কিনতে গিয়েছিলেন।
অজ্ঞান পার্টির লোকজন নেশাদ্রব্য খাইয়ে তাঁদের টাকা ও মোবাইলসহ সর্বস্ব লুট করে নিয়ে হাটের পাশে রাস্তায় ফেলে রেখে যায়।