টাঙ্গাইলের মির্জাপুরে মাদক সেবনের অপরাধে দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ জুলাই) মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাসুদুর রহমান এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—গোড়াই ইউনিয়নের দেলোয়ার হোসেনের ছেলে সোহেল রানা ও মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরী গ্রামের হানিফ মিয়ার ছেলে খোকন মিয়া। আদালত তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ডের পাশাপাশি ১০০ টাকা করে জরিমানা করেছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আটক দুই যুবকের কাছ থেকে তিন পুরিয়া হেরোইন ও হেরোইন সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাসুদুর রহমান বলেন, ‘মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে zero tolerance নীতি বাস্তবায়ন করতে আমরা বদ্ধপরিকর।’
স্থানীয় প্রশাসনের এ ধরনের পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানান সচেতন মহল।