টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর দারুল সুন্নাহ বহুমুখী দাখিল মাদরাসা পরিচালনা পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মির্জাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক মোকাদ্দছ আলী সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তরফপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার জানান, পরিচালনা পরিষদে ৫ জন ছাত্র প্রতিনিধি ও ৩ জন শিক্ষক প্রতিনিধি মিলিয়ে মোট ৮ জন সদস্য রয়েছেন। সভাপতি পদে দুই প্রার্থী থাকায় গোপন ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোকাদ্দছ আলী ৭ ভোট পেয়ে বিজয়ী হন।
নির্বাচনে জয়লাভের পর নবনির্বাচিত সভাপতি মোকাদ্দছ আলী বলেন, “ছাত্র, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পরিষদের সদস্যদের সহযোগিতায় মাদরাসার শিক্ষা ও পরিবেশের মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।”