বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা শাখার নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) পৌর সদরের শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দুই বছর মেয়াদি ৫৮ সদস্যের নতুন কমিটিকে শপথ পাঠ করান বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জাপুর উপজেলা শাখার সভাপতি লাভলু সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন আহমেদ রিপন, সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম দুলাল, যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল খান তপন, অর্থ সম্পাদক আবু রায়হান খান ও মির্জাপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলী আজম সিদ্দিকী।
এছাড়াও উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান, পৌর মানবাধিকার কমিশনের সভাপতি শহীদুর রহমান শহীদ, সাধারণ সম্পাদক রেমন মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান।