বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান সাইদ সোহরাব বলেছেন, তারেক রহমান ঢাকা বিভাগীয় প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় তার বক্তব্যে আমাদের কাঁদিয়েছেন। সামনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন। এই নির্বাচন কেউ রুখতে পারবে না। ঐক্যের বিকল্প নাই। ধানের শীষ যার, আমরা তার। ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র মোকাবেলা করতে রাজপথে থাকতে হবে। ষড়যন্ত্র রুখে সামনে এগিয়ে চলতে হবে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জাপুর পৌর যুবদলের আয়োজিত সভায় পৌর যুবদলের সভাপতি হামিদুর রহমান লাঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, বিএনপি নেতা খন্দকার মোবারক হোসেন, ছোরহাব হোসেন প্রমুখ।











