টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে পাঁচ অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
সম্মাননা প্রাপ্ত অদম্য নারীরা হলেন—
-
অর্থনৈতিক সাফল্য অর্জনকারী: নীলা বেগম
-
শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী: সৈয়দা ফারজানা
-
সফল জননী: সৌমিত্রী বিশ্বাস
-
নির্যাতন জয়ী ও জীবন সংগ্রামে সফল নারী: রনিয়া আক্তার
-
সমাজ উন্নয়নে বিশেষ অবদানকারী: রুমি আক্তার
অনুষ্ঠানে আরও ১০ নারী উদ্যোক্তার মাঝে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়, যা তাদের অর্থনৈতিক উন্নয়ন এবং উদ্যোক্তা বিকাশে সহায়তা করবে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা ও অদম্য নারী সৈয়দা ফারজানা আক্তার প্রমুখ।
রোকেয়া দিবসের এ আয়োজন নারীর ক্ষমতায়ন, অধিকার সুরক্ষা এবং সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা মত প্রকাশ করেন।








