টাঙ্গাইলের মির্জাপুরে র্যাবের বিশেষ অভিযানে অবৈধ মাদক ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—সুমন মন্ডল (২০) ও অপু সর্দার (২১)। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার সাটিয়াচড়া এলাকার পাকুল্ল্যা ফিলিং স্টেশনের সামনে র্যাব-১৪, সিপিসি-৩ এ অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল র্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১৩২ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়ের নগদ ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৩৯ হাজার ৬০০ টাকা।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।