টাঙ্গাইলের মির্জাপুরে সীমান্ত মিয়া (১৩) নামে এক স্কুল ছাত্র গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ২৪ আগস্ট বাড়ি থেকে অভিমান করে বের হয়ে এরপর আর বাড়ি ফিরে আসেনি। সীমান্ত উপজেলার ইচাইল গ্রামের শাহ আলম মিয়ার ছেলে।
সীমান্তের দাদা মিরাজ মিয়া জানান, কুরনী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সীমান্ত স্কুলে না গিয়ে মোবাইল নিয়ে সময় কাটায়। এ নিয়ে রাগারাগি করলে গত ২৪ আগস্ট সকাল ছয়টার দিকে বাড়ি থেকে অভিমান করে বের হয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুজির পরও না পেয়ে বুধবার মির্জাপুর থানায় একটি অভিযোগ করা হয়েছে।
তার গায়ের রং উজ্জল শ্যামলা, উচ্চতা ৪ ফুট, মুখমন্ডল গোলাকার, পড়নে ছিল হাফপ্যান্ট ও গেঞ্জি। কোন সুহৃদবান ব্যক্তি সীমান্তের সন্ধান পেলে তারা দাদা মিরাজ মিয়ার মোবাইল নাম্বার ০১৬১৮০৮৪৭৩৯, ০১৭২৬৫৬৬১৪৩ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।