টাঙ্গাইলের মির্জাপুরে হাসান (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র ১২ দিন যাবত নিখোঁজ রয়েছে। হাসান উপজেলার হাট ফতেপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে। সে পারদিঘী আশরাফুল উলুম মাদ্রাসার ছাত্র। এ বিষয়ে হাসানের মা রোজিনা আক্তার মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
রোববার সকালে নিখোঁজ হাসানের দাদা আজিজ মিয়া মির্জাপুর প্রেসক্লাবে এসে জানান, তার নাতি গত ১৬ এপ্রিল সন্ধ্যায় নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। অদ্যাবধি সে বাড়ি ফিরেনি। আত্মীয় বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি বলে তিনি জানান। নিখোঁজ হাসানের গায়ের রঙ ফর্সা এবং পরনে ছিল সাদা রংঙের পাঞ্জাবী সাদা টুপি ও কালো প্যান্ট।
মির্জাপুর থানার এএসআই মির্জানুর রহমান বলেন, এক সপ্তাহ আগে হাসানের মা রোজিনা আক্তার ছেলে নিখোঁজের বিষয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।