সামনে রেখে টাঙ্গাইলের জেলা প্রশাসকের নির্দেশনায় মির্জাপুর উপজেলায় শুরু হয়েছে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মহাসড়কে সবুজ পরিবেশ গড়ে তুলতে এ উদ্যোগ বাস্তবায়ন করছেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম।
বুধবার (৯ জুলাই) ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমস প্রাঙ্গণ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা এলাকায় কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন, ভারতেশ্বরী হোমসের প্রিন্সিপাল মন্দিরা চৌধুরী, ভাইস প্রিন্সিপাল অপূর্ব কুমার সাহা, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, জাতীয় নাগরিক পার্টি মির্জাপুর উপজেলা শাখার আহ্বায়ক খন্দকার মাসুদ পারভেজ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মিরাজ মিয়া এবং মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ গণ্যমান্য ব্যক্তিরা।
ইউএনও এবিএম আরিফুল ইসলাম জানান, জেলা প্রশাসক শরীফা হকের নির্দেশে পুরো উপজেলায় প্রায় ১২ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও মহাসড়ক এবং গুরুত্বপূর্ণ স্থানে গাছ লাগানোর পাশাপাশি ইউনিয়ন পর্যায়েও পর্যায়ক্রমে আরও কয়েক হাজার চারা রোপণের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।