ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে ৬ জন প্রার্থীর মধ্যে তিন জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী এ টি এম রেজাউল করিম, খেলাফত মজলিসের মাওলানা আবু তাহের ও স্বতন্ত্র প্রার্থী ফিরোজ হায়দার খানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়। এদিকে যাচাই-বাছাইয়ে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুল্লাহ তালুকদার ও বাংলাদেশ রিপাবলিক্যান পার্টির প্রার্থী মো.তোফাজ্জল হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
টাঙ্গাইল জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা শরিফা হক বলেন, মির্জাপুর আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন। মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই শেষে ৩ জনের মনোনয়নপত্র বৈধ এবং তিন জনের বাতিল করা হয়েছে।
তিনি আরো বলেন, ‘সঠিক নিয়মে মনোনয়নপত্র পূরণ না করা, প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ না করা এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে একভাগ ভোটারের স্বাক্ষর না পাওয়ার কারণে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে নিয়ম অনুযায়ী তারা প্রার্থীতা ফেরৎ পেতে আপিল করতে পারবেন।’











