টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ঢাকা বিভাগীয় দুর্নীতি দমন কমিশন (দুদক) এক স্মারকের মাধ্যমে নয় সদস্যের এই নতুন কমিটি অনুমোদন দিয়েছে।
কমিটিতে রাজাবাড়ি কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মফিজুর রহমান সভাপতি এবং মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শামছুল ইসলাম সহিদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী ও মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিন।
সদস্য হিসেবে রয়েছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কমলা সরকার, আফরোজা শহিদ, রাবেয়া আক্তার, প্রভাষক মাসুদুর রহমান এবং প্রভাষক নাছরিন আক্তার।
নবগঠিত কমিটির সভাপতি মফিজুর রহমান বলেন, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে সমাজের বিভিন্ন স্তরে দুর্নীতির ক্ষতিকর দিক সম্পর্কে মানুষকে সচেতন করা এবং দুর্নীতি প্রতিরোধে সবাইকে একত্র করা।”
তিনি আরও জানান, “কমিটির সদস্যরা সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখবে, যাতে মানুষ দুর্নীতির বিরুদ্ধে সাহসী ভূমিকা নিতে পারে।”











