মির্জাপুর প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গোড়াই ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি – – – – রাজিউন)।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) ঢাকার ল্যাব এইড হাসাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর।
পারিবারিক সূত্র জানায়, ০১ ফেব্রুয়ারী প্রাতঃভ্রমন শেষে বুকে প্রচন্ড ব্যথা অনুভব করলে তাকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ মঙ্গলবার বাদ আসর গোড়াই জমিদার বাড়ি মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তারিকুল ইসলাম নয়া ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি ১৯৮৭ সালে মির্জাপুর কলেজ ছাত্র সংসদ নির্বাচনে জাসদ ছাত্রলীগের মনোনয়ন পেয়ে ভিপি পদে নির্বাচন করেন।
১৯৯৮ সালে তিনি মির্জাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দীর্ঘ ২৩ বছর যাবত দায়িত্ব পালন করে আসছিলেন।
এরই মধ্যে তিনি ২০১১ ও ২০১৬ সালে গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
তারিকুল ইসলাম নয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি গভির সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী; কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাঈদ সোহরাব; মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হজরত আলী মিঞা। সম্পাদনা – অলক কুমার