টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা প্রথম শ্রেণির মর্যাদা পেলেও কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে স্থানীয় বাসিন্দা, সরকারি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ ও মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা চরম দুর্ভোগে পড়ছেন। বর্ষা মৌসুমে এই দুর্ভোগ যেন নিত্যদিনের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে।
মির্জাপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, বাসাবাড়ি, মসজিদ, সরকারি অফিস ও বাজার এলাকার রাস্তাগুলোয় সামান্য বৃষ্টিতেই জমে যায় পানি। বিশেষ করে ১, ২, ৩ ও ৬ নম্বর ওয়ার্ডে কুমুদিনী কমপ্লেক্স, উপজেলা পরিষদ, থানা, ইউএনও অফিস, কেন্দ্রীয় জামে মসজিদ রোড, কলেজ রোড, কালিবাড়ি রোড, বংশাই রোডসহ প্রায় সব গুরুত্বপূর্ণ এলাকায় ড্রেনেজ ব্যবস্থা অচল হয়ে পড়েছে।
২ নম্বর ওয়ার্ডের বাইমহাটি জামে মসজিদ এলাকা বর্ষাকালে প্রায় পুরো সময় পানির নিচে থাকে। এতে মুসল্লিদের নামাজ আদায় করতে দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া ৮ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া, আন্ধরা, ঘোষপাড়া, বণিকপাড়া, সরিষাদাইর ও বাবু বাজারের বাসিন্দারাও সামান্য বৃষ্টিতেই ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ার সমস্যায় ভোগেন।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, বিষয়টি বহুবার পৌরসভাকে জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সরকারি অফিসগুলোতেও জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষকে সেবা নিতে দুর্ভোগ পোহাতে হয়।
এ বিষয়ে মির্জাপুর পৌরসভার প্রশাসক ও এসিল্যান্ড মাসুদুর রহমান জানান, পৌরসভাকে আধুনিকভাবে সাজানোর জন্য টাঙ্গাইল টেন টাউন প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন তহবিল থেকে বরাদ্দ এনে কাজ শুরু হয়েছে। প্রতিটি ওয়ার্ডে সুষম উন্নয়ন হলে নাগরিক ভোগান্তিও কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।